দিঘলিয়া প্রতিনিধি, ডেইলি সুন্দরবনঃ
নাগরিক সেবা এবং অফিস ও নথি ব্যবস্থাপনায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে আইসিটি পুরস্কার ২০২০-২১ এ ভূষিত হলেন দিঘলিয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
আজ ২৬ জুন ২০২১ ইউএনও মোঃ মাহবুবুল আলমের হাতে এই পুরস্কার তুলে দেন খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন পিএএ।
দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না ,উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলার আওতাধীন সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।