ডেস্ক রিপোর্ট, ডেইলি সুন্দরবনঃ চলমান লকডাউন আরও সাত দিন বাড়তে পারে, করোনা পরিস্থিতির এখনও কোনো উন্নতি না হওয়ায় রোববার (৪ জুলাই) সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে সে রকমটি ইংগিত পাওয়া গেছে। প্রতিদিন মৃত্যুরও সংখ্যা একশোর বেশি হচ্ছে। তাই বিধিনিষিধের মেয়াদ বাড়ানোর দিকে যেতে পারে সরকার।
সরকার টিকা আনলেও আপাতত অন্য কোনো পথ খোলা না থাকায় শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞজনদের ধারণা।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে লকডাউনের সময়সীমা বাড়ানো হতে পারে; গত ৩০ জুন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের সেইরকম ইঙ্গিতে দিয়েছিলেন।
লকডাউনের চতুর্থ দিনে রোববার (৪ জুলাই) দুপুর পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় গ্রেপ্তার হয়েছে ৪২৯ জন।
এই দিন দেশে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।