সুজিত বাছাড়, ডেইলি সুন্দরবন:
ফাইনালে নেইমারের প্রতিপক্ষ হলো মেসি।
শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা।
নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনার নায়ক গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দিলেন তিনি। সে সঙ্গে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা।