নিউজ ডেস্ক, ডেইলি সুন্দরবনঃ আজ বুধবার দুপুরের বৃষ্টিতে বিভাগীয় শহর খুলনায় তলিয়ে গেল ব্যস্ত সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলের ঘরবাড়ী। বৃষ্টির পানি জমে শহরের যান ও জন চলাচল স্থবির হয়ে পড়েছে।
দেখা গেছে, নগরীর দুইটি মূল সড়ক কেডিএ এভিনিউ ও লোয়ার যশোর রোড ব্যতীত সব রাস্তা হাটু সমান পানির নিচে তলিয়ে যায়। বুধবার দুপুর ২টায় রূপসা নদীতে জোয়ার থাকায় পানি সরতেও দেরি হওয়াই ভোগান্তীতে নগরবাসী। তবে বৃষ্টির পর নিম্নাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আমিরুল আজাদ জানিয়েছেন, আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনায় বৃষ্টি হয়েছে ৪২ মিলিমিটার। যার মধ্যে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হয়েছে ২ মিলিমিটার। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার।