খবর বিজ্ঞপ্তি, ডেইলি সুন্দরবন: আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘ভবিষ্যতের সংকট মোকাবিলায় শিক্ষকসমাজ’।
শিক্ষক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অবদান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে করোনা মোকাবেলায় এবং বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে মুজিব শতবর্ষেই মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে পর্যায় ক্রমে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়ক জনাব মোঃ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন স্বাশিপ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মোঃ শহিদুল হক মিন্টু।
জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার রবিউল ইসলাম পলাশের সঞ্চালনায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অজয় কুমার চক্রবর্তী, এ ডি এম আরিফ বিল্লাহ, মোঃ মনিরুজ্জাম, শেখ জাহিদুজ্জামান, মিতা বাগচি প্রমুখ।