ডেস্ক নিউজ, ডেইলি সুন্দরবন: আজ মঙ্গলবার জাল সার্টিফিকেটসহ ভূয়া কাগজপত্র তৈরির অভিযোগে খুলনা মহানগরীর বয়রা বাজারের প্রত্যাশা প্লাজার ২য় তলা থেকে দুই প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হল, নগরীর বয়রা বাজার এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে ইয়াসিন হোসেন (২৮) ও পাইকগাছার মধুখালী গ্রামের মৃত কালিপদ মন্ডলের পুত্র শীবপদ মন্ডল (৪৩)।
এঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
র্যাব সুত্রে জানা গেছে, বয়রা বাজারের অয়ন কম্পিউটার ট্রেনিং সেন্টার ও রনি ওয়ান লাইন সলিউশন নামে দু’টি দোকানে অভিযান চালিয়ে ২ জন প্রতারককে প্রতারনার বিভিন্ন উপকরনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের ২টি সিপিইউ, ২টি কিবোর্ড, ২টি মনিটর, ২টি মাউস, ৩টি প্রিন্টার, ১টি স্কেনার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জালিয়াতি করে মানুষের সাথে প্রতারনা করে এবং বিভিন্ন মানুষকে এসব সনদের প্রলোভন দেখিয়ে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে।