নিজস্ব প্রতিবেদক, ডেইলি সুন্দরবন: ৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টা দিঘলিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সাংগাঠনিক সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এসডিজি বাস্তবায়ন ও পরিকল্পনায় দলিতদের অন্তভূক্তি শীর্ষক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মাহাফুজুর রহমান, দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ, প্রমুখ।
তাছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের এ্যাডভোকেসী অর্গানাইজার সাগরিকা দাস, প্রকল্প কর্মকর্তা যোয়াকিম মন্ডল, দিঘলিয়া উপজেলাধীন দলিত সম্প্রদায়ের সুবিধাভোগী সদস্যবৃন্দ।