খবর বিজ্ঞপ্তি, ডেইলি সুন্দরবন: জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা আজ (রবিবার) সকালে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, গত আট দিনে খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়নি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। জেলায় এপর্যন্ত ১১ লাখ সাত হাজার সাতশত ৪৬ জন করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় দুই লাখ ৫০ হাজার জন টিকার জন্য অপেক্ষমান আছেন। জেলায় টিকার সংকট নেই এবং টিকা দেওয়ার গতি বৃদ্ধি করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা ।