খবর বিজ্ঞপ্তি, ডেইলি সুন্দরবন: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে সারা দেশে জুয়েলারি দোকান পুর্নদিবস বন্ধ রাখা হবে বলে জানিয়েছে (বাংলাদেশ জুয়েলারি সমিতি) বাজুস।
মঙ্গলবার (১২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক খান দোলন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি সকল জুয়েলারি মালিকদের শারদীয় উৎসবের শুভেচ্ছা জানানোর সময় বলেছেন, প্রতি বছরের মতো এবছরও সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীর দিন বুধবার (১৩ অক্টোবর) জুয়েলারি দোকান বন্ধ থাকবে।