নিজস্ব প্রতিবেদক, ডেইলি সুন্দরবনঃ আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনিুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করনে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল আলম।
এ সময় উক্ত সভায় ভার্চুয়ালি যোগ দেন খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী।
উপস্থিত ব্যক্তিবর্গগণ দিঘলিয়া উপজেলার আইন শৃংখলা বজায় রাখতে যা করণীয় তা তাদের প্রত্যেকের বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসানুল্লাহ চৌধুরী ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা গণ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়।